অকটাল টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট, প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত সুদীর্ঘ ১৬ বছরে অকটাল অর্জন করেছে বহুমুখী সাফল্য।
আইটি প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে বেকার সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবদান রেখে চলেছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে | পূর্বে কালিয়াকৈর উপজেলায় বড় বড় শহর গুলো ছাড়া তেমন কোন ভাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছিলনা । সেই প্রয়োজনীয় কথা মনে করে ২০০৭ ইং সালে ক্ষু্দ্র পরিসরে অকটাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সূচনা হয় এবং ২০১০ইং সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন লাভ করে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছি ।ছাত্র -ছাত্রী / বেকারদের IT Related Skill Develop করে তাদের কর্মদক্ষ করে গড়ে তোলাই অকটাল টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট উদ্দেশ্য
আমাদের কোর্স সমূহ : BTVQF Level Course (Level – 1& 2) Computer Operation. IT Support. Graphic Design. Freelancing: – Graphic With Freelancing. Digital Marketing. Word Press Them Customized. Web Site Design & Development Basic Trade Computer Office Application Hardware & Networking. Auto CAD (2D/3D) Graphic Design. এ পর্যন্ত প্রায় অত্র প্রতিষ্ঠান থেকে 22000 ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গহণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি, এনজিও, গার্মেন্স,স্কুল এবং নিজেই একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে নিজে স্ববলম্বী হয়েছে পাশাপাশি অন্যকেও। অকটাল টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট এর কর্মদক্ষতা এবং সামাজিক সহযোগিতামূলক কর্মকান্ডের জন্য এ পর্যন্ত ৮ টি পুরুষ্কার অর্জন করেছে। COVID’19 – চলাকালিন সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা এবং সাধারণ পথচারীদের মধ্যে প্রায় 3000 পিচ মাস্ক ফ্রি বিতরণ করে অকটাল এবং স্থানীয় ক্লাবগুলোকে সাথে নিয়ে বিভিন্ন সচেতনা বিষয়ে সভার আয়োজন করা হয়। স্থানীয় কলেজগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে web design / Programming প্রতিযোগীতার আয়োজন এবং পুরুষ্কার প্রদান করা হয়। স্থানীয় কলেজ Student দের কে 100% Scholarship for ICT Programming প্রশিক্ষণ প্রদান করছে। Freelancing সেক্টরে ব্যাপক অবদান রাখছে অকটাল নামমাত্র কোর্সফীতে Freelancing প্রশিক্ষণ প্রদান করে বেকার বেকাদের কর্মসংস্থারে ব্যবস্থা করছে।